জলাতঙ্ক হল একটি ভাইরাসজনিত রোগ যেটি কুকুর, বিড়াল, বেজি, বাদুড় প্রভৃতির কামড় অথবা আচড়ে মানুষদের হয়ে থাকে।
জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে মানুষের ক্ষেত্রে ক্ষতস্থান লাল হয়ে যাওয়া, বমি করা, জ্বর আসা, পানি দেখলে ভয় পাওয়া, পানিশূন্যতা এবং শরীর অবশ হয়ে যাবার মতো লক্ষণ দেখা দেয়।অন্যদিকে প্রাণিদের ক্ষেত্রে তাদের মুখ থেকে জিহ্বা বের হয়ে যাওয়া, লালা পড়া, হিংস্র হয়ে উঠার মতো লক্ষণ দেখা দেয়।
২৮শে সেপ্টেম্বর World Rabies Day উপলক্ষে আমাদের চট্টগ্রাম জেলার ভলান্টিয়ারদের দ্বারা আকবরশাহ বস্তি এলাকার অনন্ত প্রাথমিক বিদ্যালয়ে জলাতঙ্ক মূলক সচেতনতা প্রোগ্রামটি দুই পর্বে দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয়, যেখানে তাদের মাঝে জলাতঙ্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়াও আমাদের ভলান্টিয়াররা তাদেরকে জানিয়েছে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা এবং আরও জানিয়েছি যে, খাবার আগে হাত, টয়লেট থেকে এসে হাত ধৌত করবে, নিয়মিত গোসল করবে, দাঁত ব্রাশ করবে প্রভৃতি।
দুই পর্বের উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম জেলার সহ-সভাপতি মোঃ শওকত আরাফাত, International Veterinary Student’s Association Bangladesh (IVSAB) এর প্রেসিডেন্ট ইসরাত জাহান ইশা এবং অনন্ত প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব জহির ইসলামসহ প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক।
সবশেষে তাদের মাঝে একটি কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে এ প্রোজেক্টের সমাপ্তি ঘটে।
ধন্যবাদ ভিবিডি চট্টগ্রাম জেলাকে সুন্দর প্রোজেক্ট পরিকল্পনার জন্য।
জলাতঙ্ক হল একটি ভাইরাসজনিত রোগ যেটি কুকুর, বিড়াল, বেজি, বাদুড় প্রভৃতির কামড় অথবা আচড়ে মানুষদের হয়ে থাকে।
জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে মানুষের ক্ষেত্রে ক্ষতস্থান লাল হয়ে যাওয়া, বমি করা, জ্বর আসা, পানি দেখলে ভয় পাওয়া, পানিশূন্যতা এবং শরীর অবশ হয়ে যাবার মতো লক্ষণ দেখা দেয়।
অন্যদিকে প্রাণিদের ক্ষেত্রে তাদের মুখ থেকে জিহ্বা বের হয়ে যাওয়া, লালা পড়া, হিংস্র হয়ে উঠার মতো লক্ষণ দেখা দেয়।
২৮শে সেপ্টেম্বর World Rabies Day উপলক্ষে আমাদের চট্টগ্রাম জেলার ভলান্টিয়ারদের দ্বারা আকবরশাহ বস্তি এলাকার অনন্ত প্রাথমিক বিদ্যালয়ে জলাতঙ্ক মূলক সচেতনতা প্রোগ্রামটি দুই পর্বে দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয়, যেখানে তাদের মাঝে জলাতঙ্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়াও আমাদের ভলান্টিয়াররা তাদেরকে জানিয়েছে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা এবং আরও জানিয়েছি যে, খাবার আগে হাত, টয়লেট থেকে এসে হাত ধৌত করবে, নিয়মিত গোসল করবে, দাঁত ব্রাশ করবে প্রভৃতি।
দুই পর্বের উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম জেলার সহ-সভাপতি মোঃ শওকত আরাফাত, International Veterinary Student’s Association Bangladesh (IVSAB) এর প্রেসিডেন্ট ইসরাত জাহান ইশা এবং অনন্ত প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব জহির ইসলামসহ প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক।
সবশেষে তাদের মাঝে একটি কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে এ প্রোজেক্টের সমাপ্তি ঘটে।
ধন্যবাদ ভিবিডি চট্টগ্রাম জেলাকে সুন্দর প্রোজেক্ট পরিকল্পনার জন্য।