“ভলেন্টিয়ার ফর বাংলাদেশ” এর চাঁদপুর জেলার ভলেন্টিয়ারগন বেদেপল্লিতে বসবাসরত শিশুদের জন্য “পরিচ্ছন্ন শিশু, সুস্থ আগামী” নামক একটি প্রজেক্টের আয়োজন করে।
বিলাসিতা নয়, যেখানে দুবেলা দুমুঠো খেয়ে ভালোভাবে বেঁচে থাকাটাই জীবনের প্রাপ্তি, যাদের জীবন জীবিকা বয়ে চলে নদীর স্রোতের ন্যায় কখনো জোয়ার, কখনো ভাটা, আর তারা হলেন বেদেপল্লির মানুষ গুলো। তাদের অসুস্থ হবার অন্যতম কারন অপরিচ্ছন্নতা। তাদের এই বিষয়ে সচেতন করার উদ্দেশ্য নিয়ে “ভিবিডি-চাঁদপুর” জেলার ভলেন্টিয়ারগন বেদেপল্লির শিশুদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি, পরিষ্কার- পরিচ্ছন্ন থাকার উপকারীতা, খাবার স্যালাইন খাবার উপকারীতা, হাত ধোয়ার পাশাপাশি নিজেকে এবং আশেপাশের জায়গাগুলোও পরিষ্কার রাখা সম্পর্কে ধারনা দেয়। তারপর তাদের মাঝে সাবান ও খাবার স্যালাইন বিতরন করা হয়।
ধন্যবাদ ভিবিডি চাঁদপুরকে সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করার জন্য, তাদের নিয়ে ভাবার জন্য।
“ভলেন্টিয়ার ফর বাংলাদেশ” এর চাঁদপুর জেলার ভলেন্টিয়ারগন বেদেপল্লিতে বসবাসরত শিশুদের জন্য “পরিচ্ছন্ন শিশু, সুস্থ আগামী” না…
Posted by Volunteer for Bangladesh on Wednesday, May 17, 2017