মানবাধিকার হচ্ছে এমন কিছু অধিকার যা কেউ প্রদান করে না, এটা জন্মের পর থেকেই আপনা আপনিই আসে। মূলত তরুণদেরকে বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-চট্টগ্রাম জেলা “Constitution & Human Rights” শিরোনামে এক কর্মশালার আয়োজন করে। এই কর্মশালার প্রধান বক্তা ছিলেন জনাব সাঈদ আহসান খালিদ, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি তার প্রাণবন্ত বক্তব্য এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মানবাধিকার এবং দেশের সংবিধানের নানা দিক তুলে ধরেন।
ভিবিডি চট্টগ্রাম ডিভিশনের প্রেসিডেন্ট রিফাত সামির সমাপনী বক্তব্যর মাধ্যমে কর্মশালাটি শেষ হয়। ধন্যবাদ ভিবিডি চট্টগ্রাম জেলাকে তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাওয়ার জন্য।