ভিবিডি কুমিল্লা জেলা আয়োজিত “অরণ্যায়ন” প্রজেক্ট করা হয় কুমিল্লা রোজ গার্ডেন ইন্টার ন্যাশনাল স্কুলে। এর মুল উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে পরিবেশের ভারাসাম্য রক্ষায় গাছের গুরুত্ব বুঝিয়ে দেয়া। প্রতিদিন যেভাবে জলবায়ুর পরিবর্তন হয়ে তাপমাত্রা বেড়ে যাচ্ছে তা দুর করার জন্য তারা যেন নিজেরা গাছ লাগায় এবং অন্যদের গাছ লাগানোর জন্য উৎসাহিত করে-এই বিষয়ে তাদের সাথে আলোচনা করা হয়। এবং ভলান্টিয়ার, স্কুলের শিক্ষার্থীরা সবাই মিলে উৎসাহ ও আনন্দের সাথে স্কুলের চত্বরে বিভিন্ন ধরনের গাছ লাগায়।সকলেই ছিল বৃক্ষ রোপনে আগ্রহী। এবং স্কুলের শিক্ষার্থীরা পরবর্তীতে গাছগুলোর যত্ন করার প্রতিশ্রুতি দেয়। ধন্যবাদ ভিবিডি কুমিল্লা জেলাকে সুন্দর একটা প্রস্তাবনাকে বাস্তবায়নের জন্য।
ভিবিডি কুমিল্লা জেলা আয়োজিত “অরণ্যায়ন” প্রজেক্ট করা হয় কুমিল্লা রোজ গার্ডেন ইন্টার ন্যাশনাল স্কুলে। এর মুল উদ্দেশ্য ছিল …
Posted by Volunteer for Bangladesh on Sunday, May 21, 2017