25 Feb 2017

চলুন ভালবাসি : VBD Noakhali District.

ভালবাসা হোক সবার জন্য এই উদ্যোগ থেকেই আমাদের ভিবিডি নোয়াখালী জেলার ভলেনটিয়াররা তাদের ভালবাসা দিয়ে একটি দিন রাঙিয়ে দিতে সুন্দর একটি দিন কাঁটালো কিছু এতিম বাচ্চাদের সাথে। এসকল শিশুদের মা বাবা নেই, তারা প্রতিদিনকার মৌলিক চাহিদা ও ভালবাসা থেকে প্রতিনিয়ত বঞ্চিত ,তাদের ও রয়েছে ভালবাসা পাবার অধিকার ।

শিশুদের একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্যেই তাদের এই মহান উদ্যোগ। দিনটি শুরু হয় কিছু খেলাধুলা দিয়ে, এর সাথে ছিল ভরপুর খাওয়াদাওয়া। ওদের না জানা অনেক গল্প শোনা, ভলেনটিয়ারদের নিজ নিজ গল্প বলা যাতে করে ওরাও একটু ভাল কিছু জানতে পারে, বুঝতে পারে। ওদের ও যে সমাজে অনেক সুযোগ আছে, ওরা যে একা না, সেটা জানানই ছিল লক্ষ্য।এবং সব শেষে ছিল কিছু উপহার, যাতে করে বাচ্চাগুলি কিছু শিক্ষা উপকরণ পেয়ে আরও একটু ভাল করে পড়াশুনা করার অনুপ্রেরণা পায়। এবং স্বাস্থ্য ভাল রাখার জন্য টিস্যু এবং সাবান দেয়া হয়।

আমরা ধন্যবাদ জানাই সকল ভলেনটিয়ারদের এরকম একটি সুন্দর উদ্যোগ নেয়ার জন্য ।

ভালবাসা হোক সবার জন্য এই উদ্যোগ থেকেই আমাদের ভিবিডি নোয়াখালী জেলার ভলেনটিয়াররা তাদের ভালবাসা দিয়ে একটি দিন রাঙিয়ে দিতে…

Posted by Volunteer for Bangladesh on Friday, February 24, 2017