ঘুড়ি উৎসব – ভিবিডি নোয়াখালী জেলা।
অটিজম কোনো মানসিক রোগ নয়, মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা-যেটা একটা শিশুর তিন বছরের মধ্যেই প্রকাশ পায়৷ অটিজম সমস্যায় আক্রান্তদের বলা হয় অটিস্টিক শিশু। অটিজম সম্পর্কে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে স্বাস্থ্য সচেতনতা তেমন নেই বললেই চলে। অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকা দেশগুলোতে অটিস্টিক শিশুদের প্রতি অভিভাবক ও সমাজ হয়ে ওঠে বৈরী। অনাদর অবহেলায় বড় হয়ে ওঠে তারা পরিণত হয় সমাজের বোঝা হিসেবে। তারা হয়ত আমাদের মত নিজেদের ইচ্ছা, সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট, ভালোবাসার অনুভুতিগুলো প্রকাশ করতে পারেনা কিন্ত সেই একই অনুভুতি তাদেরও আছে। অনেক ক্ষেত্রে, ভাবনার সৃজনশীলতাই তারা ছাড়িয়ে যায় সুস্থ স্বাভাবিক মানুষকেও।
অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াতে ২ এপ্রিল বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস ডে আর পুরো এপ্রিল মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে। এর মাঝেই ভিবিডি নোয়াখালী জেলার ভলান্টিয়াররা তাদের মানসিক বিকাশের উদ্দেশ্যে ব্যতিক্রমধর্মী ঘুড়ি উৎসব এর আয়োজন করে। যে অনুষ্ঠানে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
ঘুড়ি উৎসব – ভিবিডি নোয়াখালী জেলা।
অটিজম কোনো মানসিক রোগ নয়, মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা-যেটা একটা শিশুর তিন বছরের মধ…
Posted by Volunteer for Bangladesh on Wednesday, April 19, 2017