ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা ৬ষ্ঠ বারের মতো আয়োজন করে “স্বপ্নের শৈশব-সিজন ৬” ২৬শে মার্চ, পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু এবং প্রায় দেড় শতাধিক ভলান্টিয়ার, কমিটি মেম্বার, সাবেক ও বর্তমান ডিভিশনাল ও ডিস্ট্রিক বোর্ডের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় এই ইভেন্টের।
জাতীয় সংগীতের সুমধুর ধ্বনিতে সকাল নয়টায় শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগীতা। বাচ্চাদের সাথে শতাধিক ভলান্টিয়ার দশটি টিমে ভাগ হয়ে পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করে। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দ্যেশে করা- “হ্যান্ড ওয়াশ” প্রজেক্ট ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় দিক। দুপুরের খাবারের পর থেকে শুরু হয় মনোরম সাংকৃতিক অনুষ্ঠানের, যার প্রায় পুরোটা জুড়ে ছিলো একঝাক দুরন্ত, উৎফুল্ল শিশুর প্রাণবন্ত অংশগ্রহণ। এছাড়াও ছিল ভলান্টিয়ারদের ও বাচ্চাদের সম্মিলিত গ্রুপ পারফরমেন্স.বাচ্চাদের মাঝে ভিবিডির পক্ষ থেকে শিক্ষার উপকরণ উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সাল সিদ্দীকী, সাবেক ডিভিশনাল প্রেসিডেন্ট,ভলান্টিয়ার ফর বাংলাদেশ-চট্টগ্রাম ডিভিশন এবং অ্যাসিস্টেন্ট ম্যানেজার, জাগো ফাউন্ডেশন। ভলান্টিয়ার ফর বাংলাদেশ-চট্টগ্রাম ডিভিশনের প্রেসিডেন্ট সৌমেন বড়ুয়া পান্ডু, ভাইস প্রেসিডেন্ট শুভাশিষ দাশ, জেনারেল সেক্রেটারী- রিফাত সামি্ ফারুক মিয়া, শাহাদাত হোসেন, রাজীব দে, অর্নব দে সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। “স্বপ্নের শৈশব” অনুষ্ঠানটি সফলভাবে সমন্বয় করেন মুহিত দেবনাথ এবং তার সাথে সর্বাত্মক সহযোগীতায় ছিলেন ডিস্ট্রিকট বোর্ডের প্রেসিডেন্ট আতিকুস সামাদ, ভাইস প্রেসিডেন্ট শওকত আরাফাত, জেনারেল সেক্রেটারী রোকন উদ্দীন মাহমুদ, ট্রেজারার সুচয়ন পাঠক, প্রজেক্ট অফিসার মৌসুমী হোসেন মিতু,হিউম্যান রিসোর্স অফিসার মোঃ ওসমান গনি এবং পাবলিক রিলেশন অফিসার অঙ্গন দাস।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম ডিস্ট্রিক্ট আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও সন্মাননা প্রদান করে সদ্য সাবেক ডিস্ট্রিক্ট বোর্ডের সদস্যদের ও অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল পৃষ্টপোষকদের । ইভেন্টের অফিসিয়াল ফটোগ্রাফার ছিলো লা-ফেলাসিটা গ্রুপ। এছাড়াও ভলান্টিয়ার ফটোগ্রাফার হিসেবে সর্বাত্মক সয়ায়তা করেন ইরফান মোস্তফা ও তানজিল হাসান। এছাড়াও সকল ভলান্টিয়ারদের আন্তরিকতা এবং পরিশ্রম ছিলো প্রশংসার যোগ্য।