শহর থেকে ১৫ কিলোমিটার দূরে, লালমাই পাহাড়ের অনেক ভিতরে একটি গ্রাম, প্রকৃতি যেন দুহাত ভরে দিয়েছে, দেখে মনে হবে এক অপার সৌন্দর্য্যের লীলাভূমি, প্রকৃতির দিক থেকে সৃষ্টিকর্তা যেন কোন অপূর্নতা রাখেনি। প্রতিবন্ধকতা যেখানে দারিদ্র্য, প্রকৃতি যেন সেখানে নিরুপায়। শিক্ষার প্রতুলতা থাকলেও, শিক্ষাবিমুখ ছাত্র-ছাত্রীর সংখ্যা নেহাল কম নয়। স্বাক্ষরতা অথবা সর্বোচ্চ প্রাথমিক শিক্ষা, কিন্তু অতঃপর ঝরে যায় হাজারো কোমল প্রান, কেননা তাদের স্বপ্নের অভাব, স্বপ্ন দেখানো লোকের অভাব।
হ্যাঁ, তাদেরকেই স্বপ্ন দেখাতে গিয়েছিলো একদল স্বপ্নবাজ তরুন, যারা স্বপ্ন দেখতে এবং দেখাতে পছন্দ করে। হ্যা, ভিবিডি-কুমিল্লার কথাই বলছিলাম, সেই স্বপ্নবাজ তরুনরা গিয়েছিলো চৌধুরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিছু নতুন সম্ভবনাকে বাচিয়ে তুলতে। তাদের স্বপ্ন দেখাতে, জীবন গড়তে সহায়ক ভূমিকা রাখতে। তারই ধারাবাহিকতা কেন্দ্র করে সেইসব ছাত্র-ছাত্রীদেরক নতুন স্বপ্নগুলোকে বাচিয়ে রাখতে বিতরন করা হয়েছিলো শিক্ষা সহায়ক উপকরন এবং তাদেরকে অনুপ্রাণিত করা হয়েছিলো উচ্চশিক্ষার প্রতি।
বেঁচে থাকুক তাদের স্বপ্ন, এগিয়ে যাক আমাদের দেশ। ধন্যবাদ ভিবিডি কুমিল্লা জেলাকে সুন্দর উদ্যোগের জন্য।