মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ ২০১৭ তারিখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (সিলেট জেলা) ” স্বপ্নের পথে” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করে।
এই ২৬ মার্চ, বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব হিসেবে মাথা উচু করে দাড়িয়েছিল বীর বাঙালি।
এই মহান দিনে ভিবিডি সিলেট জেলার ভলান্টিয়াররা চেষ্টা করেছে কিছু দারিদ্র্যের শৃঙ্খলায় আবদ্ধ শিশুর মুখে হাসি ফোটাতে ! লাক্কাতুরা ওপেন এয়ার স্কুল যেখানে শিশুরা খালি পায়ে স্কুলে যেত, ভিবিডি সিলেট জেলার ভলান্টিয়াররা তাদের জন্য নতুন জুতার ব্যাবস্থা করে। নতুন জুতা পেয়ে শিশুদের মুখে যে হাসি ফুটে উঠেছিল, তাই বলে দিচ্ছিল এই আয়োজনটির সার্থকতা।
আমরা গর্বিত ভিবিডি সিলেট জেলার ভলান্টিয়ারদের প্রতি যারা এই মহান দিনে শিশুদের পাশে এসে দাঁড়ানোর এই চিন্তাশীল উদ্যোগটি নিয়েছে।