বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সকল উদ্যোগে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সচেষ্ট হব”-এই প্রত্যয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গত ৫ ই ডিসেম্বর ‘দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ’ অনুষ্ঠানে অংশগ্রহন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ঢাকা জেলার ভলান্টিয়াররা, যা আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শপথ গ্রহন শুরু হয় সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে (ঢাকা বিশ্ববিদ্যালয়)। এই অনুষ্ঠানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের তরুণ সদস্যদের সাথে আমাদের তরুণ ভলান্টিয়াররাও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণের মাধ্যমে নিজেদের দৃঢ় অবস্থানে থাকার ইচ্ছা ব্যক্ত করে আর এখন থেকেই তারা তাদের সকল কার্যক্রমে দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।