“শ্রমিক” শব্দটা শুনলেই অনেকেই অবহেলা করে থাকেন। কিন্তু তারাই প্রকৃতপক্ষে দেশ কে গড়ে তুলছেন কায়িক পরিশ্রম দ্বারা। তাদের অবদান আসলেই বর্ণনা করার মত না। ভিবিডি ময়মনসিংহ এর ভলান্টিয়াররা শ্রমিকদের রক্তের গ্রুপ পরীক্ষা করার সময়, তাদের মলিন পোশাক, চামড়া উঠে যাওয়া হাত দেখে ভীষণ কষ্ট পায়। তাদের এই হাত বুঝিয়ে দেয় কি পরিমান কষ্ট করে তারা। তাদেরকে স্যালুট।
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের নিয়ে ভিবিডি ময়মনসিংহ এর ছোট্ট উদ্যোগ ” Blood Grouping & First Aid Education” .
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫টি নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের জন্য তারা বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফার্স্ট এইড এর শিক্ষার আয়োজন করে। এখানে, ভিবিডি ময়মনসিংহ এর ৪৬ জন ভলান্টিয়ার প্রায় ১০০ জন শ্রমিকের রক্তের গ্রুপ নির্ণয় করে, পাশাপাশি তাদের ফার্স্ট এইড সম্পর্কে জানানোর চেষ্টা করেছিল। শুধু তাদেরই না, পাশাপাশি আশেপাশে থাকা দিনমজুরদের ও তারা বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়। তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন আমাদের সত্যিইই মুগ্ধ করেছে, পাশাপাশি যুগিয়েছে অনুপ্রেরণা। সেইসব শ্রমিকদের অশেষ ধন্যবাদ।
দিনশেষে তাদের হাসিমাখা মুখ সকল ভলান্টিয়ারদের কাজ করার উৎসাহ হাজারগুণে বাড়িয়ে দিয়েছিল।
ধন্যবাদ ভিবিডি ময়মনসিংহ!!
“শ্রমিক” শব্দটা শুনলেই অনেকেই অবহেলা করে থাকেন। কিন্তু তারাই প্রকৃতপক্ষে দেশ কে গড়ে তুলছেন কায়িক পরিশ্রম দ্বারা। তাদের অ…
Posted by Volunteer for Bangladesh on Monday, May 15, 2017