বৈশাখী আনন্দ – VBD Magura District.

বৈশাখী আনন্দ – VBD Magura District.

 

মাগুরা শহরের পাশে খুব ছোট একটা গ্রাম আছে, যে গ্রামের একটা পাড়ার বাচ্চারা স্কুলে যায় না। এমনকি তাদের একটা ভাল কাপড় নেই, যেটা পরে তারা স্কুলে যেতে পারবে। এ জন্য ভিবিডি মাগুরা জেলার ২১ জন স্বেচ্ছাসেবক মিলে ওই গ্রামে গিয়ে বাচ্চাদের নববর্ষ উপলক্ষে নতুন জামা উপহার দেয়, যাতে করে বাচ্চা গুলি নতুন করে স্কুলে যাবার অনুপ্রেরণা পায়।

বাচ্চা গুলোকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়, যাতে শিক্ষাকে তারা অনেক গুরুত্বের সাথে চিন্তা করে। সবশেষে বাচ্চাদের জন্য ছিল খাবারের আয়োজন।এভাবেই নতুন বছরকে বরণ করে নেয় আমাদের ভলান্টিয়াররা কিছু সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফুটিয়ে।

মাগুরা শহরের পাশে খুব ছোট একটা গ্রাম আছে, যে গ্রামের একটা পাড়ার বাচ্চারা স্কুলে যায় না। এমনকি তাদের একটা ভাল কাপড় নেই, য…

Posted by Volunteer for Bangladesh on Thursday, April 20, 2017

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved