পরিছন্নতাই সুস্থতা – VBD Bogra District.

পরিছন্নতাই সুস্থতা – VBD Bogra District.

 

খাবার ও পানির মাধ্যমে যেসব রোগ ছড়ায়, তার প্রতি চারজনের একজন আক্রান্ত হন শুধু হাত না ধোয়ার কারণে। এই বিষয়টিকে লক্ষ্য রেখে আমাদের ভিবিডি বগুড়া জেলার ভলান্টিয়াররা সম্প্রতি একটি প্রজেক্ট সম্পন্ন করেছে। প্রজেক্টের নাম- পরিছন্নতাই সুস্থতা।

ভলান্টিয়াররা সবাই একসাথে বগুড়া রেলওয়ে কলোনীর বস্তিতে গিয়ে বস্তির শিশুদের সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে। এবং একই সাথে তারা শিশুদের তৎক্ষণাৎ সাবান দিয়ে হাত ধৌত করে পুরো বস্তির মাঝে হাত ধোয়া নিয়ে সচেতনতা সৃষ্টি করে।

ভলান্টিয়াররা প্রতিনিয়ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। এবং এক্ষেত্রে তারা চেষ্টা করেছে পানি ও স্যানিটেশনের ইস্যু গুলো বোঝানোর।এছাড়া, বস্তির মানুষদের পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে তাদের মাঝে সাবান বিতরন করে।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved