Library built by VBD Magura District.

Library built by VBD Magura District.

 

পুঁথি গত বিদ্যা শুধু নয়, এর বাইরের জ্ঞান গুলি ভবিষ্যতের কর্ণধার বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ভিবিডি মাগুরা জেলার ভলান্টিয়াররা “ফিউচার কিডস স্কুল অ্যান্ড কলেজ” নিজনান্দুয়ালি, মাগুরাতে একটি লাইব্রেরী স্থাপন করে। স্কুলটিতে আগে কোন লাইব্রেরী ছিলনা, এ জন্যই ভিবিডি মাগুরা জেলার ভলান্টিয়াররা এই মহান উদ্যোগটি নেয়। এখন নতুন নতুন বই পৌছে যাবে হাজারো শিশুর হাতে এই লাইব্রেরীর মাধ্যমে। বিকশিত হবে তাদের জ্ঞান ও মেধার গণ্ডি।

এই উদ্যোগে স্কুলটির বাচ্চারা এবং স্কুলটির শিক্ষক বৃন্দ অনেক আনন্দিত। প্রাথমিক ভাবে ১১২ টি বই দিয়ে লাইব্রেরী শুরু করা হলেও , ভলান্টিয়াররা সময়ের সাথে সৎ ব্যাবহারে এ সংখ্যার ব্রিধি করার আশা রাখে। আমরা ধন্যবাদ জানাই ভিবিডি-মাগুরা জেলার সকল ভলেন্টিয়ার দের ,এরকম সুন্দর একটি উদ্যোগ নেয়ার জন্য।

পুঁথি গত বিদ্যা শুধু নয়, এর বাইরের জ্ঞান গুলি ভবিষ্যতের কর্ণধার বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ভিবিডি মাগুরা জেলা…

Posted by Volunteer for Bangladesh on Saturday, March 4, 2017

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved