Healthy Life: Clean Hands – VBD Moulvibazar

Healthy Life: Clean Hands – VBD Moulvibazar

 

ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলার উদ্যোগে “Clean Hand, Healthy Life” প্রজেক্ট ২৫ মে, ২০১৭ তে শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠিত হয়। প্রোজেক্টটিতে শিক্ষার্থীদের পরিস্কার পরিছন্ন থাকার জন্য বিভিন্ন দিগ নির্দেশনা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীদের নখ কেটে দেয়া এবং সুন্দর ও সঠিক ভাবে হাত ধৌত করার পদ্ধতি শেখানো হয়। প্রোজেক্ট শেষে শিক্ষার্থীদের কে একটি করে সাবান দেওয়া হয়।

ধন্যবাদ ভিবিডি মৌলভীবাজার জেলাকে এত সুন্দর উদ্যোগ এর জন্য।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলার উদ্যোগে “Clean Hand, Healthy Life” প্রজেক্ট ২৫ মে, ২০১৭ তে শ্রীমঙ্গলের ভাড়াউড়া স…

Posted by Volunteer for Bangladesh on Saturday, June 10, 2017

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved