‘পরিচ্ছন্নতায় আমরা’ -ভিবিডি বরিশাল।

‘পরিচ্ছন্নতায় আমরা’ -ভিবিডি বরিশাল।

 

মাটি ও পরিবেশকে দূষণমুক্ত রাখার প্রত্যয়ে ভিবিডি বরিশাল জেলার উদ্যোগে আয়োজিত ‘পরিচ্ছন্নতায় আমরা’ প্রোগ্রামে বরিশালের ঐতিহাসিক স্থান ‘৩০ গোডাউন’ পরিস্কার করা হয়। নতুন উদ্দীপনা আর উদ্যম নিয়ে বরিশাল শহরের ৩০ জন ভলান্টিয়ার কাজ শুরু করে। তারা প্রায় দুই ঘন্টা কাজ করার মধ্য দিয়ে সম্পূর্ন ৩০ গোডাউন এলাকা পরিস্কার করা সহ স্থানীয় মানুষজনকে পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করে-পরিবেশকে সুস্থ রাখার ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ। আমরা ভিবিডি বরিশালকে অনেক ধন্যবাদ জানাই এধরনের উদ্যোগ গ্রহনের জন্য।

মাটি ও পরিবেশকে দূষণমুক্ত রাখার প্রত্যয়ে ভিবিডি বরিশাল জেলার উদ্যোগে আয়োজিত ‘পরিচ্ছন্নতায় আমরা’ প্রোগ্রামে বরিশালের ঐতিহ…

Posted by Volunteer for Bangladesh on Thursday, May 11, 2017

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved