দুরন্ত শৈশব : VBD Bogra District

দুরন্ত শৈশব : VBD Bogra District

 

আমাদের ভিবিডি বগুড়া জেলার ভলেনটিয়াররা তাদের ভালবাসা দিয়ে রাঙিয়ে দিতে সুন্দর একটি দিন কাঁটালো কিছু সুবিধাবঞ্ছিত শিশুদের সাথে, “দুরন্ত শৈশব” নামের একটি উদ্যোগ এর মাধ্যমে।

এসকল শিশুদের একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্যেই তাদের এই মহান উদ্যোগ। দিনটি শুরু হয় নানারকম খেলাধুলা ও প্রতিযোগিতা দিয়ে। সাথে ছিল ওদের জানা -অজানা, না বলা অনেক গল্প শোনা। দিনটি ছিল খেলা, আনন্দ, ভালবাসার মাধ্যমে এসকল শিশুদের মুখে হাসি ফোটানোর একটি ছোট্ট প্রয়াস আমাদের ভলেনটিয়ারদের।

আমরা ধন্যবাদ জানাই সকল ভলেনটিয়ারদের এরকম একটি সুন্দর ও মহৎ উদ্যোগ নেয়ার জন্য ।

[:bn]আমাদের ভিবিডি বগুড়া জেলার ভলেনটিয়াররা তাদের ভালবাসা দিয়ে রাঙিয়ে দিতে সুন্দর একটি দিন কাঁটালো কিছু সুবিধাবঞ্ছিত শিশুদের সাথে, “দুরন্ত শৈশব” নামের একটি উদ্যোগ এর মাধ্যমে।

এসকল শিশুদের একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্যেই তাদের এই মহান উদ্যোগ। দিনটি শুরু হয় নানারকম খেলাধুলা ও প্রতিযোগিতা দিয়ে। সাথে ছিল ওদের না জানা -অজানা, না বলা অনেক গল্প শোনা। দিনটি ছিল খেলা, আনন্দ, ভালবাসার মাধ্যমে এসকল শিশুদের মুখে হাসি ফোটানোর একটি ছোট্ট প্রয়াস আমাদের ভলেনটিয়ারদের।

আমরা ধন্যবাদ জানাই সকল ভলেনটিয়ারদের এরকম একটি সুন্দর ও মহৎ উদ্যোগ নেয়ার জন্য ।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved