বর্তমান প্রেক্ষাপটে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা সমাজের চারদিকেই বেড়ে চলেছে। এই সহিংসতার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার ভলান্টিয়াররা গত ২৭শে মার্চ একে খান বাস স্ট্যান্ড, দামপাড়া বাস স্ট্যান্ড ও বটতলী রেলওয়ে স্টেশন সহ এর আশেপাশের এলাকায় এবং গণপরিবহনে স্টিকার লিফলেট বিতরণ সহ মাইকিং করে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধি করে। এই কর্মসূচি তে ১০ জন নারী এবং পুরুষ ভলান্টিয়ার বিভিন্ন যাত্রী এবং পথচারীদের সাথে কথা বলেন। সেখানে তাদের থেকে মতামত নেয়া থেকে শুরু করে তাদের সরকারি হেল্পলাইন এ সুযোগ সুবিধা সম্পর্কে জানানো হয়।
পথচারীদের সাথে কথাবার্তার সময় রিজাওয়ানুল করিম নামে এক ভদ্রলোক উৎসাহিত হয়ে জানান ' নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মসূচি শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও কার্যক্রম আয়োজন করা জরুরি। তবেই আমরা দৃশ্যমান সুফল পাব। সকলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই পরিবর্তন আনা অসম্ভব।' এছাড়াও বাকি পথচারী বাস চালক সবার সাথে কথা বলে জানা যায় সবাই নারী ও শিশুর নিরাপত্তা বিষয়ে সবাই সোচ্চার এবং ইতিবাচক ফলাফল পাওয়ার আকাঙ্খা রাখে।
এছাড়াও গণপরিবহনের বাস ও কাউন্টার বাস গুলোয় ভলান্টিয়াররা নারী ও শিশু সহিংসতার প্রতিরোধে করনীয় বিষয় সম্বলিত স্টিকার বাসের সীটে, স্টেশনে এবং বিভিন্ন কার্যকরী স্থানে লাগিয়ে দেয়।
ভলান্টিয়ার দের মূল লক্ষ্য ছিল যাতে নারী এবং শিশুরা গণপরিবহনে অথবা রাস্তা ঘাটে হয়রানি মূলক আচরণের শিকার হলে তৎক্ষনাৎ হেল্পলাইন নাম্বারে কল করে সাহায্য পাওয়া যায় সে বিষয়ে অবগত করার পাশাপাশি জনমনে প্রতিবাদী মনোভাব তৈরি করা।