যেখানেই সহিংসতা, সেখানেই প্রতিরোধ

নারী ও শিশুর প্রতি সহিংসতা এখনো আমাদের সমাজে একটি ভয়ংকর বাস্তবতা। বিশেষ করে গণপরিবহন ও জনবহুল এলাকায় হয়রানি, অপমানজনক মন্তব্য বা শারীরিক সহিংসতার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য—অনেকেই জানেন না কাকে জানাতে হবে, কোথায় সাহায্য মিলবে কিংবা এমন পরিস্থিতিতে কী করতে হবে।

এই প্রেক্ষাপটেই আমরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরা, গত ২৫শে মার্চ, দেশের ব্যস্ততম কিছু স্থানে (যেমন মোহাখালী বাসস্ট্যান্ড, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট টার্মিনালে) একযোগে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিই। স্টিকার ও লিফলেট বিতরণ, সরাসরি আলাপচারিতা এবং মাইকিংয়ের মাধ্যমে আমরা হেল্পলাইন নম্বর ও সহিংসতার সময় করণীয় বিষয়গুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছি।

কাজ করতে গিয়ে আমরা অনুভব করেছি—পুরুষদের অংশগ্রহণ কিছুটা বেশি হলেও, অনেক নারী দ্বিধাগ্রস্ত এবং অস্বস্তিতে ছিলেন। তবে এটিই প্রমাণ করে দেয়, এমন উদ্যোগ শুধু সময়োপযোগী নয়, বরং অত্যন্ত জরুরি। কেউ কেউ আমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, কেউ আবার জানতে চেয়েছেন জরুরি পরিস্থিতিতে করণীয়।

আমরা বিশ্বাস করি, শুধু আইন বা ব্যবস্থাপনার মাধ্যমে নয়—মানুষের মাঝে সচেতনতা এবং প্রতিবাদী মনোভাব তৈরির মাধ্যমেই এই সহিংসতা রোধ সম্ভব। এই ক্যাম্পেইন আমাদের জন্য শুধুই একটি কার্যক্রম ছিল না—এটি ছিল একটি দায়িত্বশীল সামাজিক অবস্থান।

সবাই মিলে গড়ে তুলতেই হবে এমন একটি সমাজ, যেখানে নারী ও শিশুরা নিরাপদে, সম্মানের সঙ্গে বাঁচতে পারে।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved