ভ্যালেন্টাইনস সেকেন্ড ইনিংস সিজন ১১

পরিবারের ভালোবাসা ও যত্ন থেকে বঞ্চিত প্রবীণরা প্রায়ই একাকীত্ব ও অবহেলার শিকার হন। তাদের জন্য ভালোবাসা ও আনন্দে ভরা একটি দিন উপহার দেওয়ার উদ্দেশ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা আয়োজন করে "ভ্যালেন্টাইনস সেকেন্ড ইনিংস সিজন ১১”।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবীণদের সঙ্গে সময় কাটানোর, তাদের গল্প শোনার এবং ভালোবাসার অনুভূতি ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে ৭০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন এবং পুনর্বাসন কেন্দ্রে থাকা ৩৫ জন প্রবীণের সঙ্গে সময় কাটান। স্বেচ্ছাসেবকরা প্রবীণদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং আনন্দঘন মুহূর্ত সৃষ্টি করেন। এরপর একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে প্রবীণদের জন্য উপহার প্রদান ও গ্রুপ ছবি তোলার মাধ্যমে কার্যক্রম শেষ করা হয়।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved