দীর্ঘদিন ধরে ভারত সীমান্তঘেঁষা মৌলভীবাজার জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর জন্য বিশুদ্ধ পানি ছিল এক অপ্রাপ্তির নাম। প্রতিদিন অনেকটা পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হতো, যা তাদের জীবনের একটি বড় কষ্ট আর প্রতিবন্ধকতা ছিল।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মৌলভীবাজার জেলার পক্ষ থেকে নেওয়া হয়েছে এক মানবিক উদ্যোগ – "স্বচ্ছ পানির স্বপ্ন" প্রকল্প।
এ প্রকল্পের আওতায় স্থাপিত হয়েছে একটি টিউবওয়েল, যা এখন আশেপাশের পরিবারগুলোর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির একমাত্র নির্ভরতা।
পানি শুধু প্রয়োজন নয়, এটি একটি অধিকার।
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো জীবনে স্বস্তি ও সুস্বাস্থ্যের আলো ছড়ায় – তবেই আমাদের পরিশ্রম সফল।