সুরক্ষায় পুষ্টি

পুষ্টিতে সচেতনতা, নারীর জীবনে সুস্থতার নতুন দিশা

একটি সুন্দর প্রচেষ্টার সফল সমাপ্তি!

Volunteer for Bangladesh – Mymensingh District-এর উদ্দোগে, ময়মনসিংহের বিহারি পল্লীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নারীদের জন্য আয়োজন করা হয়ে ছিলো বিশেষ সচেতনতামূলক কার্যক্রম "সুরক্ষায় পুষ্টি"।

এই উদ্যোগের মাধ্যমে আমরা নারীদের পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব বোঝাতে পেরেছি এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন করার প্রয়াস নিয়েছি।

নারীর ক্ষমতায়ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টি সচেতনতাই হতে পারে প্রথম ধাপ — এই বিশ্বাস থেকেই আমাদের এগিয়ে চলা।

অনেক ভালোবাসা, দায়িত্ববোধ আর একাগ্রতা নিয়ে আমরা কাজ করেছি।

সবাইকে আন্তরিক ধন্যবাদ, যাঁরা এই উদ্যোগকে সফল করতে সহযোগিতা করেছেন এবং নিজেদের অংশীদার করেছেন।

🌼 আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি — পুষ্টিতে সচেতনতা গড়ে তুললেই নারীর জীবনে সুস্থতার নতুন দিশা তৈরি হবে।

চলুন, আগামী দিনেও একসাথে সুন্দর ও সচেতন সমাজ গঠনের পথে এগিয়ে চলি। ✨

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved