স্ট্রং মাইন্ড অ্যান্ড স্ট্রং বাউন্ডারিজ- ভিবিডি চট্টগ্রাম জেলা

শিশুদের মানসিক সুস্থতা এবং আত্মসুরক্ষা নিয়ে সচেতনতা তৈরি করা সময়ের দাবি এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান সমাজে যেখানে মানসিক চাপ, ভয় বা অনিরাপত্তা শিশুদের ওপর প্রভাব ফেলছে, সেখানে স্কুল পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নিজেদের বুঝতে ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।

ভিবিডি চট্টগ্রাম জেলা আয়োজিত “স্ট্রং মাইন্ড অ্যান্ড স্ট্রং বাউন্ডারিজ” কার্যক্রমটি শিশুদের মানসিক স্বাস্থ্য, আবেগ নিয়ন্ত্রণ এবং নিজেদের সুরক্ষা সম্পর্কে সচেতন করে তোলে। ২০২৫ সালের ৭ মে, হালিশহরের ন্যাশনাল হাউজিং মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ কার্যক্রমে ১০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী দুই পর্বে বিভক্ত এই কার্যক্রমে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ-অসুস্থ স্পর্শ চেনা নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা ও কার্যক্রমে যুক্ত হয়।

দিনের শেষ অংশে কেক কাটা, মিষ্টান্ন বিতরণ এবং গাছ রোপণের মাধ্যমে দিনটি আনন্দময় ও অর্থবহ হয়ে ওঠে।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved