শ্রমজীবী মানুষ যারা তাঁদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ দিয়ে একটি সমাজকে এগিয়ে নেয় উন্নয়নের পথে, এবং একটি জাতি পায় তার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। এই পরিশ্রমী মানুষেরাই আমাদের প্রকৃত সম্পদ, গৌরব ও অনুপ্রেরণা।
মহান মে দিবস উপলক্ষ্যে গত ০১ মে, ২০২৫ তারিখে ভিবিডি ঝিনাইদহ জেলার সেচ্ছাসেবকরা আয়োজন করর "শ্রমিকের অধিকার, পর্ব - ০৪" নামক ইভেন্ট। তাদের সম্মানার্থে এবং তাদের কাজকে মূল্যায়ন জানিয়ে ভিবিডি ঝিনাইদহ জেলার সেচ্ছাসেবকরা উক্ত ইভেন্টে শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ ও ধন্যবাদ কার্ড বিতরণ করে।