পরিশ্রম যাঁদের নিত্যসঙ্গী, তাঁদের মুখে একটুখানি হাসিই আমাদের সবচেয়ে বড় অর্জন। আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মৌলভীবাজার জেলা আয়োজন করে ঠান্ডা শরবত বিতরণ কর্মসূচি — গরমের তাপে ক্লান্ত শ্রমিক ভাইদের জন্য একটুখানি শান্তির পরশ, একটুখানি ভালোবাসা।
ভিবিডি বিশ্বাস করে, মানবতার সবচেয়ে সুন্দর রূপ হচ্ছে একে অপরের পাশে দাঁড়ানো। শ্রমিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে আমরা এগিয়ে যেতে চাই একসাথে, এক হৃদয়ে।