শ্রমিকের হাসি, আমাদের খুশি

পরিশ্রম যাঁদের নিত্যসঙ্গী, তাঁদের মুখে একটুখানি হাসিই আমাদের সবচেয়ে বড় অর্জন। আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মৌলভীবাজার জেলা আয়োজন করে ঠান্ডা শরবত বিতরণ কর্মসূচি — গরমের তাপে ক্লান্ত শ্রমিক ভাইদের জন্য একটুখানি শান্তির পরশ, একটুখানি ভালোবাসা।

ভিবিডি বিশ্বাস করে, মানবতার সবচেয়ে সুন্দর রূপ হচ্ছে একে অপরের পাশে দাঁড়ানো। শ্রমিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে আমরা এগিয়ে যেতে চাই একসাথে, এক হৃদয়ে।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved