শ্রমের মর্যাদা, ঐক্যের বার্তা

মহান মে দিবস উপলক্ষে গত ০১ মে, ২০২৫ ভিবিডি খুলনা জেলার সেচ্ছাসেবকরা আয়োজন করে বিশেষ ইভেন্ট "ঐক্যতান"। উক্ত ইভেন্টে সেচ্ছাসেবকরা খুলনা রেলস্টেশন সংলগ্ন জায়গায় মানববন্ধন ও র‍্যালির মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সেইসাথে স্বেচ্ছাসেবীরা রেলস্টেশনের কুলি ও অন্যান্য শ্রমিক ভাই-বোনদের সঙ্গে সময় কাটান, শোনেন তাঁদের সংগ্রামী জীবনের গল্প, ভাগ করে নেন হাসি-কান্না, চ্যালেঞ্জ আর স্বপ্নের কথা।

শ্রমিকদের হাতে ফুল তুলে দিয়ে ভিবিডি পরিবার কৃতজ্ঞতা জানায় তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য। এই আয়োজন শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি শ্রমজীবী মানুষের পাশে থাকার এক আন্তরিক প্রয়াস।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved