শৈশবের স্মৃতিচারণ

২০ মে, ভিবিডি চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবকরা ফিরে গিয়েছিলেন তাদের শৈশবের মধুর দিনে। আয়োজনটি পরিণত হয় এক স্মৃতিমাখা মিলনমেলায়, যেখানে তারা ভাগ করে নিয়েছেন ছোটবেলার দস্যিপনা, প্রিয় খেলাধুলা, চড়ুইভাতির উচ্ছ্বাস আর নিঃস্বার্থ বন্ধুত্বের সোনালি স্মৃতি। হাসি, গল্প আর নস্টালজিয়ায় ভরা মুহূর্তগুলো সবাইকে নিয়ে যায় সেই নির্মল, নির্ভার সময়ে।

এই আয়োজন শুধু স্মৃতির জানালাই উন্মুক্ত করেনি, বরং স্বেচ্ছাসেবকদের মধ্যে জাগিয়ে তুলেছে নতুন উদ্দীপনা ও আবেগ, যা আগামীর প্রতিটি কর্মকাণ্ডে এনে দেবে আরও বেশি প্রাণচাঞ্চল্য, সংযোগ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

শৈশবের সরলতা ও আনন্দ আজ হয়ে উঠেছে তাদের ভবিষ্যতের পথচলার এক অনন্য অনুপ্রেরণা।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved