বাংলা নববর্ষ মানেই আনন্দ, উৎসব, ভালোবাসার রঙে রাঙা বাঙালি ঐতিহ্য। এই দিনটি ঘিরে বাঙালি সাংস্কৃতিতে আসে আনন্দের বারিধারা। যার ভালোবাসা সকল বাঙালিদের মনে প্রাণে গেঁথে যায়। শিশু থেকে বৃদ্ধ,নারী থেকে পরুষ কেউ বাদ যায় না এই বাঙালি সাংস্কৃতি, আনন্দ এবং নতুন বছরের ভালোবাসা ও স্বপ্ন বুনতে।
এই ভালোবাসা,আনন্দ এবং নতুন বছরের স্বপ্ন বুনতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভিবিডি "কুড়িগ্রাম" জেলা এর আয়োজন "শিশু স্বপ্নে বৈশাখ "
নববর্ষের শুভেচ্ছা এবং নতুন বছর কে স্বাগত জানাতেই আমাদের এই আয়োজন। সবাই যখন আনন্দ এবং নতুন বছরের ভালোবাসা নিচ্ছে বাদ যাবে কেনো বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা।
নতুন বছরের শুভেচ্ছা " শুভ নববর্ষ "