অমর ২১শে ফেব্রুয়ারি"
ভাষার জন্য আত্মত্যাগ করা শহিদদেরা এবং তাদের ত্যাগ আমাদের ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের শক্ত ভিত্তি। শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ২১ এ ফেব্রুয়ারিতে ভিবিডি রংপুর জেলার অন্তর্ভুক্ত মিঠাপুকুর উপজেলা " শহীদদের প্রতি শ্রদ্ধা" নামে একটি ইভেন্ট করে। ইভেন্টটির উদ্দেশ্য ছিল শহীদ মিনারে ফুল দিয়ে ভালোবাসার অর্ঘ্য অর্পণ করা।
শ্রদ্ধা তোমাদের প্রতি, যাদের আত্মত্যাগে আজ আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা পেয়েছি।
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!"