সবুজে বাঁচি, পরিবেশ রাঁচি

ভবিষ্যতের সবুজ ঠিকানায় একধাপ এগিয়ে!

০৬ আগস্ট ২০২৫, ভলান্টিয়ার ফর বাংলাদেশ – টাঙ্গাইল জেলার আয়োজনে ভূঞাপুর উপজেলার চর আলোয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয় একটি সচেতনতামূলক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। “সবুজে বাঁচি, পরিবেশ রাঁচি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ নিয়ে ভাবনার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সুপারিন্টেনডেন্ট কাজী নূরুল আলম এবং সম্মানিত অতিথি তোফাজ্জল হোসেন লিটন সহ উপস্থিত শিক্ষকবৃন্দ ও VBD সদস্যরা গাছের উপকারিতা, রোপণের সঠিক সময় ও পরিচর্যা নিয়ে শিক্ষামূলক আলোচনা করেন। পরে ১১ প্রজাতির বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়।

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও সহজ মাধ্যম। গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং আবহাওয়া নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারায় উদ্বুদ্ধ করতে সহায়ক।

অনুষ্ঠান শেষে সকলেই VBD টাঙ্গাইল-এর কার্যক্রম ভূঞাপুরে আরও বিস্তারের প্রত্যাশা ব্যক্ত করেন।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved