ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), মৌলভীবাজার জেলার একটি হৃদয়ছোঁয়া আয়োজন “রসালো ফলের মিষ্টিমুখ” মৌসুমী ফল উৎসব। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে মৌসুমী ফলের স্বাদ ভাগাভাগি করে দিয়ে তাদের মুখে হাসি ফোটানো এবং মানবিকতার এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দেওয়া।
এই উৎসবে ১৫ জন স্বেচ্ছাসেবক মৌলভীবাজার পৌর শহিদ মিনার এলাকায় প্রায় ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক, দিনমজুর ও পথচারীর হাতে তুলে দেন ভালোবাসা ভরা ফলের উপহার। প্রতিটি ফলের টুকরোর সঙ্গে তারা পৌঁছে দেন একটুকু যত্ন, একটুকু হাসি এবং অসীম ভালোবাসা।
এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা ছড়াতে বড় কিছু করতে হয় না। ছোট একটি ফলের টুকরোও হতে পারে মানবিকতার শক্তিশালী বার্তা।
সীমারেখা পেরিয়ে, শ্রেণিভেদ ভুলে আমরা যদি সামান্য কিছু দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে পারি, সেটাই আমাদের প্রকৃত অর্জন।