ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসার ছোঁয়া!
প্রতিবারের ন্যায় এবারও "রাঙা হাতে ঈদ আনন্দ, পর্ব-৫" নামক ইভেন্ট নিয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, খুলনা জেলার সেচ্ছাসেবকরা হাজির হয়েছিল শহরের স্বর্ণালি কলোনীতে। যেখানে সেচ্ছাসেবকরা সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের হাতে মেহেদির রঙে তাদের হাত রাঙিয়ে তুলে ঈদের খুশিকে আরো প্রাণোচ্ছল করে তোলে।
শুধু মেহেদি দেওয়া নয়, সেচ্ছাসেবকরা চেষ্টা করেছে তাদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দের সত্যিকারের অনুভূতি পৌঁছে দিতে। প্রাণবন্ত শিশুরা নিজেদের ছোট্ট হাত মেলে ধরেছে মেহেদির নকশায়, নারীরাও নিজেদের খুশির ভাগ নিয়েছে সকলের সাথে। এই মুহূর্তগুলিই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া!
ঈদের আনন্দ সকলের জন্য, এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ, খুলনা জেলার সেচ্ছাসেবকরা বরাবরেরই মত সেই আনন্দ ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ!