পরিচ্ছন্নতায় প্রাণ, সচেতনতায় পরিবর্তন – পর্ব ৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় Volunteer for Bangladesh – Narayanganj District আয়োজন করেছে পরিচ্ছন্নতা অভিযানের পঞ্চম পর্ব “পরিচ্ছন্নতায় প্রাণ, সচেতনতায় পরিবর্তন”

এ আয়োজন কেবল একটি পরিচ্ছন্নতা কার্যক্রমেই সীমাবদ্ধ ছিল না, এটি রূপ নিয়েছিল আন্তঃপ্রজন্ম সংলাপ ও সচেতনতা বিস্তারের এক অনন্য প্ল্যাটফর্মে। তরুণ-তরুণীদের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগকে করেছে আরও অর্থবহ ও প্রভাবশালী। পরিচ্ছন্নতার ঝাড়ু যখন হাতে হাতে ঘুরেছে, তখনই দেখা মিলেছে এক ভিন্ন রকম ঐক্যের।

আমরা বিশ্বাস করি, প্রকৃত পরিবর্তন তখনই সম্ভব যখন সব প্রজন্ম একসাথে কাজ করে, একসাথে প্রতিজ্ঞা করে। এই ক্ষুদ্র পদক্ষেপগুলোই একদিন গড়ে তুলবে পরিচ্ছন্ন, সচেতন এবং টেকসই একটি শহর।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved