১৪ এপ্রিল, পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) নেত্রকোণা
জেলার অনুষ্ঠিত হলো সিগনেচার ফান্ডরাইজিং ইভেন্ট “রং তুলিতে বৈশাখ-২”।
নববর্ষের প্রথম দিনে ভলান্টিয়ারসহ সকল শ্রেণি, পেশা ও বয়সের মানুষদের সাথে আনন্দ ভাগাভাগিসহ অনুদান সংগ্রহ করা হয় যা চলে যাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে।
এই ইভেন্টের মাধ্যমে বাঙ্গালী জাতীর ঐতিহ্য তরুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে যা আমাদের ভবিষ্যত প্রজন্মকে নিজ দেশের ইতিহাস ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তুলবে।
উক্ত ইভেন্টে অংশগ্রহনকারী সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইভেন্টের সমাপ্তি ঘোষনা করা হয়।