পানির ছোঁয়ায় প্রাণের আলো- ভিবিডি নাটোর জেলা

প্রচণ্ড তাপদাহে যখন সূর্যের তাপ অসহনীয় হয়ে উঠেছে, তখন একটু ঠাণ্ডা পানীয় যেন পথচারীদের জন্য আশীর্বাদের মতো। এই বাস্তবতাকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা টিম একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে। গত ১১ই মে বাগাতিপাড়া উপজেলার ব্যস্ত সড়কে পথচারীদের মাঝে বিনামূল্যে ঠাণ্ডা সরবত বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমে তরুণ ভলান্টিয়াররা সকালের প্রচণ্ড গরম উপেক্ষা করে হাসিমুখে মানুষের হাতে হাতে সরবত পৌঁছে দেন। পথচারীরা খুশি মনে সরবত গ্রহণ করেন এবং অনেকেই এই উদ্যোগের জন্য স্বতঃস্ফূর্ত ধন্যবাদ জানান। গরমে কাতর মানুষগুলো এই স্বস্তির আয়োজনকে গ্রহণ করেন ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে।

এ ধরনের কার্যক্রম শুধু সাময়িক স্বস্তি নয়, সমাজে একে অপরের পাশে দাঁড়ানোর শক্ত বার্তা দেয়। এমন উদ্যোগে অংশ নিতে পারা ভলান্টিয়ারদের জন্য যেমন গর্বের, তেমনি অনুপ্রেরণারও। পথচারীদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল সাফল্য।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved