পানির ছোঁয়ায় প্রাণের আলো– ভিবিডি- লক্ষ্মীপুর জেলা

প্রচণ্ড গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত মুখগুলো যখন পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে আসে, তখন এক গ্লাস ঠাণ্ডা পানি কিংবা শরবত হয়ে ওঠে পরম স্বস্তির উৎস। এই মানবিক বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ – লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা টিম প্রথমবারের মতো আয়োজন করে "পানির ছোঁয়ায় প্রাণের আলো" ইভেন্ট।

এই উদ্যোগের আওতায় আমরা ৩০০-এরও বেশি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় ঠাণ্ডা পানি ও শরবত বিতরণ করেছি। শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয়, পথচারী সাধারণ মানুষকেও আমরা এই আয়োজনের অংশীদার করেছি।

তীব্র গরম উপেক্ষা করে এই মহৎ উদ্যোগ সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন—সেই সকল ভলান্টিয়ারদের প্রতি রায়পুর উপজেলা টিমের পক্ষ থেকে রইল আন্তরিক কৃতজ্ঞতা।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved