নারী দিবস শুধু উদযাপনের জন্য নয়, এটি প্রতিরোধেরও দিন!

নারী কি সারাজীবন ভয়ের ছায়ায় বেঁচে থাকবে? কখনো রাস্তায়, কখনো কর্মস্থলে, কখনো নিজের ঘরেও? প্রতিদিনের খবর যখন ধর্ষণ, নিপীড়ন আর সহিংসতার চিত্র তুলে ধরে, তখন আর নীরব থাকার সুযোগ নেই!

আন্তর্জাতিক নারী দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। আমাদের কণ্ঠ রোধ করা যাবে না—কারণ একটি নিরাপদ ও সমানাধিকারভিত্তিক সমাজ গড়তে হলে এখনই পরিবর্তনের সময়!

কেউ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়, কেউ পথচারীদের সচেতন করে, কেউ নারীর প্রতি সহিংসতা রোধে করণীয় নিয়ে আলোচনা করে। স্থানীয় তরুণ সমাজ ও সচেতন নাগরিকরাও সংহতি প্রকাশ করেন এবং নারীর ক্ষমতায়নে একসঙ্গে কাজ করার শপথ নেন।

নারীকে ঘরে বন্দি রাখলেই সমস্যার সমাধান হবে না—বরং অপরাধীদের থামাতে হবে, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে! এই সমাজ নারীরও, চলার পথ হতে হবে সবার জন্য নিরাপদ! আর নীরব নয়, এবার রুখে দাঁড়ানোর সময়!

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved