জনসম্পৃক্ততায় পরিচ্ছন্নতার অভিযাত্রা – পর্ব ২

নারায়ণগঞ্জ জেলার পরিবেশ সচেতনতা কার্যক্রমের ধারাবাহিকতায় Volunteer for Bangladesh – Narayanganj District বন্দর উপজেলায় সফলভাবে সম্পন্ন করল পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় পর্ব “জনসম্পৃক্ততায় পরিচ্ছন্নতার অভিযাত্রা ”

এইবার কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল মানুষের সরাসরি অংশগ্রহণ। শুধু স্বেচ্ছাসেবকেরাই নয়, স্থানীয় বাসিন্দারাও হাতে ঝাড়ু ও পরিস্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে যুক্ত হয়েছেন আমাদের সাথে। এই মিলিত প্রচেষ্টা রূপ নিয়েছে এক উজ্জ্বল উদাহরণে, যেখানে বার্তাই নয়, কাজই কথা বলে।

ইভেন্টের মুহূর্তগুলো ছিল অনুপ্রেরণাদায়ক, রাস্তাঘাট পরিষ্কার, ড্রেনের জমে থাকা পানি অপসারণ, এবং এলাকার শিশু-কিশোরদের মাঝেও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার চেষ্টা।

আমাদের বার্তা স্পষ্ট:
“পরিবর্তন তখনই সম্ভব, যখন মানুষ নিজের জায়গা থেকে শুরু করে।”

আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি একটি মানসিকতা, যা নারায়ণগঞ্জের প্রতিটি নাগরিকের মধ্যে ছড়িয়ে দিতে চাই।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved