"দখলমুক্ত খাল, প্রাণবন্ত লক্ষ্মীপুর: মান্দারী বাজারে ভিবিডির অংশগ্রহণে সফল উচ্ছেদ ও পরিষ্কার অভিযান"

গত ২৪ জুন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (UNO)-এর নেতৃত্বে মান্দারী বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল পরিষ্কার ও দখলমুক্তকরণ অভিযান সফলভাবে সম্পন্ন হয়। এই গুরুত্বপূর্ণ উদ্যোগে ভলান্টিয়ার ফর বাংলাদেশ – ভিবিডি লক্ষ্মীপুর জেলা টিমের ২৫ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

দীর্ঘদিন ধরে বাজার সংলগ্ন খালটি অবৈধভাবে দখল হয়ে থাকায় সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ। এই অভিযান শুধুমাত্র খালটিকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয়নি, বরং প্রায় ৫০০০+ মানুষকে স্বস্তি দিয়েছে। বাজারের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার হয়েছে এবং চলাচলের পথও হয়েছে সুগম।

এই উদ্যোগকে সফল করতে ভিবিডি সদস্যরা পরিচ্ছন্নতায় সরাসরি কাজ করে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করে। ভবিষ্যতে যেন কেউ সরকারি সম্পদ দখল না করতে পারে, সে জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

আমরা বিশ্বাস করি, দখলমুক্ত খাল ও পরিচ্ছন্ন পরিবেশই টেকসই উন্নয়নের পথপ্রদর্শক।
পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, আমাদের সম্মিলিত অঙ্গীকার। দখলমুক্ত খাল, প্রাণবন্ত লক্ষ্মীপুর!

 

 

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved