নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় Volunteer for Bangladesh – Narayanganj District আয়োজন করল পরিচ্ছন্নতা অভিযানের চতুর্থ পর্ব “দায়িত্বের দীপ্তিতে পরিচ্ছন্নতার যাত্রা – পর্ব ৪”।
এই কার্যক্রমের মূল শক্তি ছিল স্বেচ্ছাসেবকদের অবিচল মনোভাব ও দায়িত্বশীলতা। রোদ, ধুলা ও ময়লা, কোনো কিছুকেই তারা বাধা মনে করেননি। অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি তারা স্থানীয় মানুষের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন এবং অংশগ্রহণে উৎসাহিত করেছেন।
সবচেয়ে অনুপ্রেরণাদায়ক মুহূর্ত ছিল এক ছোট্ট শিশুর প্রতিজ্ঞা:
“আমি আর ময়লা ফেলবো না রাস্তায়।”
এই সরল বাক্যই প্রমাণ করে, ছোট প্রতিশ্রুতিও বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
আমরা বিশ্বাস করি, দায়িত্ববোধের আলোয় একদিন গড়ে উঠবে পরিচ্ছন্ন ও নিরাপদ নারায়ণগঞ্জ। আর এই যাত্রা সম্ভব হবে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে, যেখানে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করবে।