বৈশাখ মানেই নতুনের উদযাপন, রঙে রাঙানো আনন্দ আর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার সময়। এই বৈশাখ আমাদের জন্য ছিল আরও বিশেষ ভাবে "জাগো ফাউন্ডেশনের" -এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ - চাঁপাইনবাবগঞ্জ জেলার "বৈশাখী উৎসব" এর পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম সরকারি শিশু পরিবারে, এক ঝাঁক নিষ্পাপ মুখের সঙ্গে সময় কাটাতে।
সকালের প্রথম প্রহরেই শুরু হয় আমাদের আয়োজন। শিশুদের মুখে রঙ তুলিতে বৈশাখী আর্ট করে দেওয়া, খেলাধুলা, গল্প করা আর প্রাণভরে হাসির মুহূর্তগুলো—সব মিলিয়ে ছিল এক অনন্য অভিজ্ঞতা। শুধু উপহার দিয়েই নয়, আমরা চেষ্টা করেছি ভালোবাসা ও বন্ধুত্ব দিয়ে তাদের মনে একটু আনন্দ ছড়িয়ে দিতে।
এমন একটি দিনে তাদের পাশে থাকতে পেরে প্রতিটি শিশুর চোখে ছিল কৌতূহল, মুখে ছিল হাসি, আর আমাদের হৃদয়ে ছিল কৃতজ্ঞতা।