Be the Lifesaver - জীবনের জন্য সচেতনতা, সহানুভূতির এক অনন্য উদ্যোগ!

 

ধানিখোলা উচ্চ বিদ্যালয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত হয় প্রাথমিক চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা – "Be the Lifesaver"।

এই কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তৈরি করা, যেন জরুরি মুহূর্তে তারা নিজের বা অন্যের জীবন রক্ষার্থে কার্যকর পদক্ষেপ নিতে পারে।

বিভিন্ন দুর্ঘটনাজনিত পরিস্থিতিতে সঠিক সময়ে নেয়া একটি সিদ্ধান্ত কিংবা প্রয়োগ করা একটি কৌশল—বাঁচাতে পারে একটি মূল্যবান প্রাণ।

এই প্রয়াস সফল করতে যারা আমাদের পাশে ছিলেন—প্রধান শিক্ষক, সম্মানিত ট্রেইনার, স্বেচ্ছাসেবক সদস্য ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।আমরা বিশ্বাস করি, সচেতন এবং দক্ষ একঝাঁক তরুণই গড়তে পারে একটি নিরাপদ আগামী।

#BeTheLifesaver #VBDMymensingh #FirstAidTraining #YouthForHumanity #প্রাথমিকচিকিৎসা #স্বেচ্ছাসেবা #FirstAidAwareness #JAAGOFoundation

#HumanityFirst #VolunteerForBangladesh

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved