শিশুদের হাতে, কোমল গালে লাল-সবুজ বাংলাদেশের পতাকা স্পষ্ট হয়ে উঠেছে। এতেই তাদের কত্তো খুশি, আনন্দ। তাদের হাসি গুলোই ছিলো ভিবিডি শেরপুর জেলার জন্য এবং আমার জন্য অনেক আনন্দের।
মা-বাবা'র থেকে টাকা এনে শিশুরা নিজেরাই বক্সে টাকা ফেলেছে। আমাদের ভিবিডি শেরপুর জেলার ফান্ড রাইজিং ইভেন্টে তারাই ছিলো সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় ভলান্টিয়ার।
শিশুরা ফুলের কলি। যথাযথ যত্ন করলে আজকের শিশুরাই আগামীতে পরিপূর্ণ গোলাপে রূপান্তরিত হয়ে ফুটবে।
ভাষা শহীদদের কথা যতটা পেরেছি শিশুদের জানিয়েছি। আমাদের শেরপুর জেলার ভলান্টিয়ারাও গল্পে গল্পে ভাষা সৈনিকদের গৌরবের কথা শিশুদের সাথে বলেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলা ভাষাভাষী মানুষের জন্য গৌরবের ইতিহাস। আমি গর্বিত আমি বাঙালি।