A Day with Struggling Heroes– Phase-5

গত ১লা মে ছিল মহান মে দিবস।

এই দিনটি শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করছি বলেই সমাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের চারপাশে অনেক মানুষ আছেন, যারা নিরলসভাবে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা অনেক সময় তাদের একটি ধন্যবাদ জানাতেও ভুলে যাই।

এই বিশেষ দিনটিকে সম্মান জানিয়ে, ভলান্টিয়ার ফর বাংলাদেশ – কক্সবাজার জেলা আয়োজন করেছিল "A Day with Struggling Heroes" Phase-5।

প্রতি বছরের মতো এবারও ভলান্টিয়াররা বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষদের গোলাপ ফুল, ধন্যবাদ কার্ড এবং চকলেট উপহার দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই সামান্য ভালবাসা পেয়ে তারা দারুণ খুশি হন।

এছাড়াও, ভলান্টিয়াররা শ্রমজীবীদের শ্রম অধিকার ও আইনি সুবিধা সম্পর্কে সচেতন করেছেন এবং কোথায় গেলে তারা এসব সুবিধা পেতে পারেন সে বিষয়েও আলোচনা করেছেন।

সব মেহনতি, পরিশ্রমী মানুষের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও ভালবাসা।

© 2025 – Volunteer for Bangladesh | All Rights Reserved