বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ । বাঙ্গালী সংস্কৃতি, কৃষ্টি আর ঐতিহ্যের অপরুপ মিশ্রণে আজ পহেলা বৈশাখ সারা বিশ্বজুড়ে বাঙ্গালীদের কথা জানান দিয়ে চলেছে । নববর্ষ আমাদের জীবনে আসে নানান রকম ভাবে, নানান আঙ্গিকে। সমাজের বিত্তবান মানুষের কাছে নববর্ষ আর সুবিধা বঞ্চিত-অসহায় মানুষদের কাছে নববর্ষের মাঝে রয়েছে বিশাল এক দেয়াল । সেই দেয়ালকে ভেঙ্গে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের একটি অংশকে নববর্ষে আনন্দের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে ভিবিডি ময়মনসিংহ জেলা আয়োজন করে “শৈশবের আল্পনায় রঙ্গিন বৈশাখ” এর সিজন-২ ।
খেলাচ্ছলে সুবিধা বঞ্চিত ২০ জন শিশু কে স্বাস্থ্য সচেতন করার লক্ষে ভিবিডি ময়মনসিংহ জেলার ৮৬ জন স্বেচ্ছাসেবক অংশ নেয় “শৈশবের আল্পনায় রঙ্গিন বৈশাখ” এর সিজন-২ তে।
দুপুরের খাবার প্রদান করার পূর্বে শিশুদের হাত ধোয়ার মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম। এরপর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় এসব শিশুরা। স্বেচ্ছাসেবকগণ শিশুদেরকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতন করার প্রয়াস চালায় । এসময় শিশুদের মাঝে নেইল কাটার বিতরণ করা হয় এবং নিয়মিত নখ পরিষ্কার রাখতে বলা হয় । নখের মধ্যে জমে থাকা ময়লা দ্বারা শরীরে কি ধরনের রোগ সৃষ্টি করতে পারে সেবিষয়ে শিশুদের সচেতন করা হয় ।
ভিবিডি ময়মনসিংহ জেলার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এসব শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হয় । এসব শিশুদের অপরিস্কার-অপরিচ্ছন্নতা জনিত যেকোন রোগ দেখা দিলে তা সমাধানের ব্যবস্থা করবে ভিবিডি ময়মনসিংহ জেলা। এদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভারও ভিবিডি ময়মনসিংহ জেলা বহন করবে ।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে কাজ করে চলেছে ভিবিডি ময়মনসিংহ জেলার স্বেচ্ছাসেবকগণ। এই কার্যক্রমের অংশ হিসেবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ২,৩,৬ এবং ১৭ নিয়ে কাজ করা হয় এবারের প্রোগ্রামে।
এই সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিদিনের কঠোর পরিশ্রমকে অনুভব করতে এক গ্রুপ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে তাদেরই জন্য ফান্ড কালেকশনে। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় ।