আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি…।
আর এই মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে জীবন উৎসর্গ করেন সালাম, বরকত, রফিক, জব্বার আর নাম না জানা অনেক ভাষা সৈনিক। এসকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিবিডি – ঢাকা ২০১২ থেকে আয়োজন করছে প্রজেক্ট-বর্নমালা। প্রতিবছরের মত এবারো ভিবিডি- ঢাকার ‘প্রজেক্ট বর্নমালা’র আয়োজন করে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করে। এই প্রজেক্টের কর্মসুচি হিসেবে ছিল সকালে প্রভাত ফেরী, জাতীয় সঙ্গীত পরিবেশন, ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। যেখানে জাগো বনানী, রায়েরবাজার স্কুল ও অনওয়ার্ড ফাউন্ডেশনের বাচ্চারা, টিচার ও ভলানটিয়ারদের অংশ নিয়েছিল। লক্ষ্য ছিল এই ছোট্ট ছোট্ট শিশুদের শহীদ দিবসের তাৎপর্য জানানো, মাতৃভাষার গুরুত্ব বুঝানো, তাদের চোখে দেশপ্রেমের দিপ্তি জ্বালানো।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি…।
আর এই মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে জীবন উৎসর্…
Posted by Volunteer for Bangladesh on Wednesday, March 1, 2017